বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কক্সবাজারে বিএনপির দোয়া মাহফিল

মোহাম্মদ হোসেন সুমন: 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে এবং তাঁর দ্রুত সুস্থতা কামনায় কক্সবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

১৫ আগস্ট ২০২৫, শুক্রবার শহরের কলাতলী ডলফিন মোড় এলাকার জামে মসজিদে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ১২ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সভাপতি মোঃ আবুল খালেক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

  • সিরাজদুলা হেলালী, সিনিয়র সহ-সভাপতি

  • আলহাজ্ব মোহাম্মদ সাহাব উদ্দিন, সহ-সভাপতি

  • নুর হোসেন, সাধারণ সম্পাদক

  • নাছির উদ্দীন, সংগঠনিক সম্পাদক

এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলাতলী ডলফিন মোড় জামে মসজিদের খতীব হুজুর হাবিবুল্লাহ নছরী।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের সার্বিক কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *