রাজনৈতিক দলগুলো সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে: শিবির সভাপতি

স্বাধীন সংবাদ ডেস্ক:

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম মন্তব্য করেছেন, রাজনৈতিক দলগুলো সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, গত ১৫ বছরের দমন-পীড়ন, স্বৈরশাসন ও ফ্যাসিবাদের কাঠামো ভেঙে নতুন পরিবর্তনের যাত্রা শুরুর প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি; রাজনৈতিক দলগুলো নিজেদের ক্ষমতার লোভে সংস্কার এজেন্ডা থেকে সরে গেছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় রংপুর মহানগর ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ও ছাত্রশিবিরের শীর্ষ নেতৃবৃন্দ, শিক্ষক ও অভিভাবকরা।

জাহিদুল ইসলাম বলেন, “জুলাই স্পিরিটকে ধারণ করে গত এক বছরে যে সংস্কারগুলো বাস্তবায়নের কথা ছিল, তা আমরা দেখতে পাইনি। বরং রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তরিকতার ঘাটতি স্পষ্ট। জনগণের যে প্রত্যাশা ছিল এবং স্থায়ী পরিবর্তনের যে দাবি ছিল, তা উপেক্ষিত হয়েছে। অতিমাত্রায় ক্ষমতালোভী মানসিকতা আমাদের জাতীয় অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।”

তিনি আরও বলেন, “দেশের সাধারণ মানুষ এখন চায়—বাংলাদেশ স্থায়ী পরিবর্তনের পথে এগিয়ে যাক। কিন্তু সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও রাজনৈতিক দলগুলো বাস্তবে সেই সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। জনগণ চায় স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ পরিবর্তন, যাতে দেশের সার্বিক উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে।”

অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, রংপুর জেলার সাবেক আমির ও রংপুর-৩ আসনের এমপি প্রার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া জেলা মহানগর জামায়াত ও মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদাসহ শিবিরের অন্যান্য নেতৃবৃন্দও ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

জাহিদুল ইসলামের বক্তব্য থেকে বোঝা যায়, ইসলামী ছাত্রশিবির দেশের রাজনৈতিক সংস্কার এবং স্থায়ী পরিবর্তনের প্রতি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের বাইরে গিয়ে জনগণের স্বার্থ ও দেশের উন্নয়নের জন্য কাজ করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *