সাতক্ষীরায় ব্যাংদহা বাজারে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আব্দুর রশিদ, সাতক্ষীরা:

বিশ্ববরেণ্য মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে গত শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত সাতক্ষীরার ব্যাংদহা বাজারে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।

অনুষ্ঠানের আয়োজন করেন ৭ নম্বর ওয়ার্ডবাসী ও জোড়দিয়া জাগ্রত যুব সংঘ। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি প্রভাষক মোঃ ওমর ফারুক। তিনি তাঁর বক্তব্যে আল্লামা সাঈদীর জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন এবং ইসলামের প্রসারে তাঁর অবদান স্মরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা মোঃ আজাদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ১৪নং ফিংড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান। তিনি আল্লামা সাঈদীর আধ্যাত্মিক এবং জ্ঞানভিত্তিক আলোচনা তুলে ধরেন। বিশেষ আলোচক ছিলেন ইসলামী আলোচক ও সংগীত শিল্পী মাওলানা মোঃ শামীম রেজা সিদ্দিকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ জুলফিকার আলী। সভাপতির বক্তব্যে তিনি আল্লামা সাঈদীর আদর্শকে ধারণ করে ইসলামের পথে অবিচল থাকার আহ্বান জানান।

মাহফিলের বিশেষ আকর্ষণ ছিল তাজাল্লা শিল্পীগোষ্ঠী, সাতক্ষীরার মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশনা। তাদের পরিবেশনায় উপস্থিত সবাই মুগ্ধ হন।

পরিশেষে, আল্লামা সাঈদীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *