গাজীপুরের পূবাইলে আগুনে পুড়লো ৩টি ঝুটের গুদাম

খসরু মৃধা:

গাজীপুরের পূবাইলের ৩৯নং ওয়ার্ড হায়দ্রাবাদ এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে তিনটি গুদামসহ মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। খবর পেয়ে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শনিবার দিবাগত মধ্যরাতে পূবাইলের হায়দ্রাবাদ এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ মামুন বলেন,
“ঝুট ব্যবসায়ী কাইয়ুমের গুদাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে পাশের আব্দুল আজিজ এবং মিজানের গুদামে আগুন ছড়িয়ে পড়ায় তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়।”

তিনি আরও জানান,
“খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট—মোট পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ততক্ষণে আগুনে তিনটি গুদামের বেশিরভাগ মালামাল পুড়ে গেছে। ঝুট গুদামের ভেতরে প্লাস্টিক ধরনের ফেব্রিকসসহ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে।”

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *