কামরুল ইসলাম:
চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় ট্রাফিক পুলিশের অভিযানে ৭৫ লিটার চোলাই মদ, একটি মাহেন্দ্র গাড়ি জব্দ এবং দুইজন কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. হাসানুজ্জামান হায়দারের নেতৃত্বে কনস্টেবল (কং/১৫৯৮) মো. আকতার হোসেন এবং কনস্টেবল (কং/৮১৩) মংপাইন মারমা গাড়ির কাগজপত্র চেক করার সময় এ অভিযান পরিচালনা করেন। আমিরাবাদ পুলিশ বক্সের সামনে একটি মাহেন্দ্র গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা ৬-৭ জন লোক নেমে দৌড় দেয়।
পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন। তারা হলেন—
১। শ্যামল সর্দ্দার, পিতা-মৃত মদন সর্দ্দার, মাতা-মৃত টুকি বালা সর্দ্দার, সাং-গৈরালা সর্দ্দারপাড়া, ১ নং ওয়ার্ড, বলঘাট ইউপি, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম।
২। মো. সাইফুল, পিতা-মৃত আহমদ মিয়া, মাতা-ফরিদা বেগম, সাং-পশ্চিম ঘুমদন্ডি ফুলতল, ৭ নং ওয়ার্ড, বোয়ালখালী পৌরসভা, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম।
তাদের দেখানো মতে মাহেন্দ্র গাড়ি থেকে ৭৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই এনায়েত ঘটনাস্থলে এসে জব্দ তালিকা প্রস্তুত করেন এবং আসামি দুজনকে থানায় নিয়ে যান। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।