মোঃ ইসলাম উদ্দিন তালুকদার :
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন মাঝপাড়ায় অভাব-অনটনে দিন কাটানো আফিয়া বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।
রবিবার (১৭ আগস্ট) রাতে খাদ্যসংকটে থাকা ওই পরিবারের খবর পেয়ে ইউএনও নিজেই ছুটে যান তাদের বাড়িতে। এ সময় তিনি পাঁচ বস্তা খাদ্যসামগ্রী, দুটি টিনের বান্ডেল ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস সুমন, প্রশাসনিক কর্মকর্তা প্রবীণ রঞ্জন পুরকায়স্থ, আলমগীর হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশবৃন্দ।
অসহায় আফিয়া বেগমের করুণ কাহিনি
দিনমজুর লোকমান আলীর স্ত্রী আফিয়া বেগমের ঘরে জন্ম নেয় সাত মেয়ে ও এক ছেলে। পরিবারের সচ্ছলতার আশায় স্বামী লোকমান আলী মালয়েশিয়ায় পাড়ি জমালেও দেশে ফিরে ক্যান্সারে আক্রান্ত হন এবং চিকিৎসার ব্যয় মেটাতে এক লাখ বিশ হাজার টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে ২০২৪ সালে মারা যান। স্বামীর মৃত্যুতে অসহায় আফিয়া বেগম এখন সন্তানদের লালন-পালন ও অসুস্থ শাশুড়ির দেখাশোনায় দিশেহারা।
অভাবের তাড়নায় তিনি দুই মেয়েকে গৃহকর্মী হিসেবে ঢাকায় পাঠাতে বাধ্য হন। জরাজীর্ণ ঘরে বৃষ্টির দিনে কাপড় ভিজে যায়, দরজার স্থলে কাপড় টাঙিয়ে কোনোরকমে রাত পার করেন তারা। বেশিরভাগ দিনই আধপেটা খেয়ে কাটাতে হয় এই পরিবারকে।
সাহায্য পেয়ে চোখ ভিজে যায় আফিয়া বেগমের। তিনি বলেন, “আমরা এক বেলা খাই, তিন বেলা খেতে পারি না। বাচ্চারা কান্নাকাটি করলে কিছুই করার থাকে না। ঘরে দরজা নেই, কাপড় বেঁধে রাখি। ইউএনও স্যার না আসলে আজও না খেয়ে থাকতে হতো।”
মানবিকতার প্রতীক ইউএনও
স্থানীয় চেয়ারম্যান আব্দুল হক বলেন, “ইউএনও মহোদয় শুধুমাত্র প্রশাসক নন, তিনি সমাজে মানবিকতার প্রতীক হয়ে উঠেছেন। তাঁর এই উদ্যোগ আমাদের সবার জন্য অনুপ্রেরণাদায়ক।”
উপজেলা প্রশাসনের বার্তা
এ বিষয়ে ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন,
“মানুষের কষ্টে পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটা আমার মানবিক কর্তব্যও। ছাতক উপজেলার মানুষ আমার পরিবার। তাদের সুখ-দুঃখে পাশে থাকা আমার অঙ্গীকার। আমি এখানে থাকাকালীন প্রতিটি অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব। কারো ঘরে যেন অনাহার না থাকে, কোন পরিবার যেন অবহেলিত না হয়—এটা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, “ছাতকের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সাধারণ মানুষের কল্যাণে উপজেলা প্রশাসন কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। আমি বিশ্বাস করি, একসাথে থাকলে আমরা ছাতককে একটি মানবিক ও উন্নত উপজেলায় রূপ দিতে পারব। এই পথচলায় আপনাদের সহযোগিতা আমার সবচেয়ে বড় শক্তি।