আশুলিয়ায় জাল টাকা ও ভারতীয় মুদ্রাসহ গ্রেপ্তার এক কারবারি

আলমাস হোসাইন: 

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপি ও জাল টাকাসহ রফিকুল ইসলাম রফিক (৪২) নামের এক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (১৭ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম ওরফে রফিক (৪২) বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাখরখাঠী এলাকার মৃত মান্নান সিকদারের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকায় থাকতেন বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় জাল রুপি ও জাল টাকাসহ রফিকুল ইসলাম ওরফে রফিক (৪২) নামের একজনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ভারতীয় ৩৯,৫০০ জাল রুপি, অর্থাৎ ৫০০ রুপি মানের ৭৯টি নোট এবং বাংলাদেশী ১,১৬,০০০ জাল টাকা, অর্থাৎ ৫০০ টাকা মানের ২৩২টি নোট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামীকে জিজ্ঞেসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের এলাকায় জাল টাকা ও ভারতীয় জাল রুপির কারবার করে আসছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *