ইয়াবা ভর্তি ক্রিকেট ব্যাটসহ কক্সবাজার বিমানবন্দরে দুই যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি:

ক্রিকেট ব্যাটের ভেতরে ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টাকালে কক্সবাজার বিমানবন্দরে দুই যুবককে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। রবিবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে অভ্যন্তরীণ টার্মিনালে তল্লাশির সময় তাদের আটক করা হয়।

জানা গেছে, আটককৃত দুই যুবক পর্যটকের ছদ্মবেশে কক্সবাজারে অবস্থান করছিলেন। তাদের একজন কক্সবাজার বিমানবন্দরের সাবেক কর্মচারী বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

তদন্তকারীরা জানিয়েছেন, বিশেষভাবে তৈরি করা একটি ক্রিকেট ব্যাটের ভেতরে ইয়াবা ভর্তি করা হয়েছিল। ব্যাটটি একেবারেই সাধারণ বলে মনে হলেও ভেতরে কৌশলে ইয়াবা বহনের ব্যবস্থা করা হয়।

আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, পর্যটকের ছদ্মবেশে মাদক পাচারের এমন অভিনব পন্থা এবারই প্রথম ধরা পড়ল। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *