কেন্দুয়ায় মুক্তিযোদ্ধার সাফ কাওলা জমি ভূমিদস্যুর দখলে

সুলতানা আক্তার, নেত্রকোনা:

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম ফকিরের সাফ কাওলা জমি ভূমিদস্যুদের দখলে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, জমিটি বর্তমানে নজরদারি ও প্রশাসনিক পদক্ষেপের অভাবে বেআইনিভাবে দখল করা হয়েছে।

সূত্রে জানা যায়, মগরাইল গ্রামের মৃত গিয়াস উদ্দিন ভূঁইয়ার ছেলে মোঃ নাজিম উদ্দীন ও মোঃ পলাশ মিয়া ২০২২ সালে ৯ শতাংশ জমি বিক্রি করেন। এর মধ্যে কেন্দুয়া থানার বাশাটি মৌজার হাল খতিয়ান নং ৫২৪, হাল দাগ নং ৯৩৫, শ্রেণী কান্দার ৪৯ শতাংশ জমির দক্ষিন-পশ্চিম কোণে ৯ শতাংশ জমি মুক্তিযোদ্ধা আবুল হাসেম ফকিরের নামে আসে।

গত ২০ আগস্ট ২০২৩-এ একই গ্রামের মৃত কায়কোবাদ-এর ছেলে মোঃ কায়ছার মিয়া ও তার ভাই আনোয়ার মিয়া জমিটি দখল করার চেষ্টা করলে মুক্তিযোদ্ধা বাধা দেন। এসময় উভয় দখলকারী দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলার চেষ্টা করেন।

মুক্তিযোদ্ধা ২৬ অক্টোবর ২০২৩-এ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে কায়ছার ও আনোয়ারের নাম উল্লেখ করে জমি দখল ও প্রাণনাশের হুমকির বিষয়ে জানান।

স্থানীয়রা জানাচ্ছেন, উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। মুক্তিযোদ্ধা ও তার পরিবার জেলা পুলিশের সহ স্থানীয় প্রশাসনের সুরক্ষা কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *