খসরু মৃধা:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় পূবাইল কলেজ গেট এলাকায় পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রিক অফিসে ৪১ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ সংগঠনের উদ্যোগে এবং গাজীপুর মহানগর শ্রমিক দলের সম্মানিত সদস্য ও ৪১ নং ওয়ার্ড বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার মোল্লার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার। উক্ত অনুষ্ঠানে মোশাররফ হোসেন আনোয়ার দেওয়ান, সভাপতি ৪১ নং ওয়ার্ড বিএনপি, এর সভাপতিত্বে এবং আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক ৪১ নং ওয়ার্ড বিএনপি, এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, পূবাইল থানা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব সাখাওয়াত হোসেন খোকন, পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি শেখ তানভীর আহমেদ ও সালাহউদ্দিন সরকার, ৪১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হুমায়ূন কাজী।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান, ০১ নং সদস্য পূবাইল থানা ওলামা দল, সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। তাঁর সাহসী নেতৃত্ব ও ত্যাগ দেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তিনি আজ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে দেশের মানুষের দোয়া ও সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।
দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘ জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।