সোনাইমুড়িতে বিএনপি নেতার জানাজায় মানুষের ঢল

নিজাম উদ্দিন:

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আনোয়ারুল হক কামালের জানাজায় হাজারো মানুষের ঢল নেমে আসে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টায় সোনাইমুড়ি রেল স্টেশন চত্বরে অনুষ্ঠিত এ জানাজায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় উপস্থিত ছিলেন চাটখিল-সোনাইমুড়ির গণমানুষের নেতা, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন, বেগমগঞ্জ-২ আসনের সাবেক এমপি বরকত উল্লাহ বুলুসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং এলাকাবাসী।

গণমানুষের প্রিয় এ নেতার জানাজায় জনসমাগম প্রমাণ করে তিনি এলাকাবাসীর কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ও জনপ্রিয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা ৩০ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে স্ট্রোকজনিত কারণে আনোয়ারুল হক কামাল ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। একইদিন সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ৯টায় সোনাইমুড়ি জয়াগ মহাবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা, সকাল ১১টায় সোনাইমুড়ি রেল স্টেশন চত্বরে তৃতীয় জানাজা এবং নিজ বাড়ির সামনে মাদ্রাসা মাঠে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *