কামরুল ইসলাম, চট্টগ্রাম:
চট্টগ্রামের বন্দর এলাকায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া ও পুলিশকে আঘাত করার ঘটনায় সরাসরি জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত হওয়া এই দুইজনকে চন্দনাইশ থানাধীন দুর্গম পাহাড়ি এলাকা থেকে আটক করা হয়। এ নিয়ে মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, “ভিডিও ফুটেজে দেখা গেছে, গ্রেপ্তারকৃত দুজন সরাসরি হামলার সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”
হামলার বিস্তারিত
প্রসঙ্গত, গত ১১ আগস্ট রাত ২টার দিকে সল্টগোলা ক্রসিং-এর ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে আওয়ামী লীগের মিছিল চলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে থাকা নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। এই সময় বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ রানা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যের সিটি স্ক্যান পরীক্ষা করা হয়েছে। পরদিন, ১২ আগস্ট, এই হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়। ঘটনার মোট ৫৮ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরাও রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ আগস্ট রাতে কোনো ব্যক্তি পুলিশের সামনে অস্ত্র বের করলে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যদের গুলি করার নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। এই নির্দেশনা ওয়্যারলেস বার্তায় সিএমপির পুলিশ সদস্যদের প্রদান করা হয়।