ঢাকায় মব জাস্টিস কমলেও গ্রামে বাড়ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বাধীন সংবাদ ডেস্ক: 

ঢাকার আশপাশে মব জাস্টিস বা গণপিটুনির প্রবণতা কিছুটা কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনো এ ধরনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১২তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আইনশৃঙ্খলা বাহিনীতে নতুন নিয়োগ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে বড় আকারে জনবল নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন,
“মোট ২৫ হাজার ৮৭১ জনকে আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশে ১৫ হাজার ৮৫১ জন, বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, কারা অধিদপ্তরে ১ হাজার ৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৪ জন। এগুলো সব নতুন নিয়োগ। কিছু নতুন পদ সৃজিত হয়েছে, কিছু শূন্য পদ পূরণ করা হয়েছে। পুলিশের ক্ষেত্রে সাব-ইন্সপেক্টর থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত বিভিন্ন স্তরে নিয়োগ দেওয়া হয়েছে। আনসার ও বিজিবিতেও একইভাবে কনস্টেবল পর্যায়ে জনবল যোগ করা হয়েছে।”

মাইটিভি চেয়ারম্যান গ্রেপ্তার প্রসঙ্গ

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা মাইটিভির চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রসঙ্গও উত্থাপন করেন। এ বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“বাদী নিজে বলেছেন তার বিরুদ্ধে কোনো সম্পৃক্ততা নেই। তবুও কেন গ্রেফতার করা হলো—এ প্রশ্ন কোর্টকে করুন। পুলিশের অ্যারেস্ট যদি অবৈধ হয়ে থাকে, কোর্ট তাকে ছেড়ে দেবে। আদালত স্বাধীন প্রতিষ্ঠান। সরকারের হস্তক্ষেপ নেই।”

“চুনোপুঁটি ধরি, রুই মাছ ছাড় পায়”

আইন প্রয়োগে বৈষম্যের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,
“আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হন। যে দোষী সে কোনোভাবেই ছাড়া পাবে না। তবে বাস্তবতা হলো—আমরা সবসময় চুনোপুঁটিগুলো ধরি, বড় রুই মাছ প্রায়ই ছাড়া পেয়ে যায়। এখন বড় একটা ধরা পড়েছে, তাই সবাই সেটিকে ঘিরে আলোচনা করছেন। অথচ ছোটখাটো অপরাধীদের নিয়ে খুব বেশি কথা হচ্ছে না।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন,
“নির্দোষ কেউ যদি অন্যায়ভাবে হয়রানির শিকার হন, সে বিষয়ে অবশ্যই আপনারা বলবেন। আমরা চাই সত্য ঘটনা সামনে আসুক। আপনারা সবসময় সঠিক তথ্য তুলে ধরেন বলে ধন্যবাদ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *