মোঃ আব্দুল গফুর সিকদার:
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই স্লোগানকে সামনে রেখে ভোলার মনপুরা উপজেলায় জমকালো আয়োজনের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট ২০২৫) সকাল ১১টায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে র্যালি ও মাছের পোনা অবমুক্তি সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মনপুরা মৎস্য কর্মকর্তা কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনপুরা উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উপস্থাপন করেন মনপুরা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হাসান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মনপুরা উপজেলা মৎস্য অফিস ক্ষেত্র সহকারী মোঃ মনিরুল ইসলাম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির সোহেল, মনপুরা উপজেলা প্রানি সম্পদ দপ্তর ডা. আকাশ সমদ্দার, মনপুরা উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন ভূইয়া, মনপুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ গিয়াসউদ্দিন তালুকদার, মনপুরা নৌবাহিনীর কন্টিনজেন্ট, মনপুরা অফিসার ইনচার্জ জনাব মোঃ আহসান কবির ও ফায়ার সার্ভিস কর্মকর্তাগণ।
এসময় মনপুরা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ডাক্তার মোঃ কামাল উদ্দিন, মফিজুল ইসলাম মিলন, মাতাব্বর আবুল কালাম আজাদ, আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, আমিনুল ইসলাম জসিম উদ্দিন, মাও. মোঃ ওমর ফারুখ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্যচাষী ও মৎস্যজীবী। এ সময় উপস্থিত বক্তারা জানান, “আমরা মাছে ও ভাতে বাঙালি। সুতরাং মাছ চাষ করে আমাদের চাহিদা পূরণ করতে হবে।”