বান্দরবানে দস্যুতা মামলার আসামি গ্রেফতার, লুণ্ঠিত টাকা উদ্ধার

কামরুল ইসলাম: 

বান্দরবানে চাঞ্চল্যকর দস্যুতা মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত টাকার বড় একটি অংশ।

১৭ আগস্ট (রবিবার) বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

পুলিশ জানায়, গত ১৩ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বান্দরবান শহরের ব্যবসায়ী নিখিল কান্তি দাশ পাহাড়িকা পেট্রোল পাম্প থেকে ২ লাখ ১৫ হাজার টাকা নিয়ে উজানীপাড়া নিজ বাসায় ফিরছিলেন। পথে লুঙ্গি পরিহিত খালি গায়ে এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বান্দরবান সদর থানায় মামলা (নং-০৩, তাং-১৪/০৮/২৫, ধারা-৩৯২ দণ্ডবিধি) দায়ের করেন।

মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে-এর নেতৃত্বে সদর থানার ওসি মো. মাসুদ পারভেজসহ একটি টিম তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও প্রযুক্তিগত সহায়তায় আসামিকে শনাক্ত করে বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারে একাধিক অভিযান চালানো হয়।

অবশেষে ১৭ আগস্ট ভোরে কক্সবাজারের চকরিয়া থানাধীন খুটাখালী নতুনপাড়া এলাকা থেকে মো. শাহাদাত হোসেন ওরফে সাজু (৪৫) গ্রেফতার হয়। পরে তার দেখানো মতে বান্দরবান সদর থানার ইসলামপুরে নিজ বাসা থেকে লুণ্ঠিত টাকার মধ্যে ২ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *