গৌরীপুরে মামলা তুলে নেওয়ার হুমকি, বাদীপক্ষ নিরাপত্তাহীনতায়

নাছিমা খাতুন সুলতানাঃ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে চলমান মামলাকে কেন্দ্র করে বাদীপক্ষকে হুমকি-ধমকির অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আবুন আলীর ছেলে মো. সাহের উদ্দিন বাদী হয়ে গত ২৪ এপ্রিল ২০২৩ ইং তারিখে বিজ্ঞ গৌরীপুর সহকারী জজ আদালতে (মোকদ্দমা নং–১৩৩/২৩) একই গ্রামের মো. আব্দুল লতিফ গংদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার বাদী ও তার পরিবার অভিযোগ করেছেন, আসামিরা নিয়মিত অশালীন ভাষায় গালাগালি করছে, দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ভয়-ভীতি দেখাচ্ছে এবং মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে।

এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জাতীয় দৈনিকের কয়েকজন সাংবাদিক সরেজমিনে গিয়ে বাদীপক্ষের পরিবারের সঙ্গে কথা বললে তারা জানান, “আমাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক ভোগ দখল করে রেখেছে প্রতিপক্ষ। আবার কিছুদিন পরপর বাড়িতে এসে নানা রকম হুমকি দিচ্ছে।”

বর্তমানে সাহের উদ্দিন ও তার পরিবার গভীর নিরাপত্তাহীনতায় রয়েছেন। তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এবং আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *