হাটহাজারীতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে এগিয়ে, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের বর্ষপূর্তিতে বক্তারা

মোঃ আরফাতুল ইসলাম:

হাটহাজারী উপজেলার নানা প্রান্তের জনদূর্ভোগ, উন্নয়ন,সামাজিক অবক্ষয়, হালদা পরিবেশসহ নানাবিধি নিয়ে তথ্যবহুল বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে এগিয়ে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের বর্ষপূর্তিতে বক্তারা এ কথা বলেন।তাছাড়া তথ্যবহুল বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়।এ পেশায় অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। এ জন্যই বলা হয় সাংবাদিকতা একটা চ্যালেঞ্জিং পেশা।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আর জে এফ’র চেয়ারম্যান ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এস এম জহিরুল ইসলাম।সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, সহ সাংগঠনিক মোঃ আবু নোমান ও দপ্তর সম্পাদক এইচ এম এরশাদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিন, দৈনিক নয়া বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এনায়েত উল্লাহ, হাটহাজারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম জামাল উদ্দিন, বর্তমান সিনিয়র সহ সভাপতি শিমুল মহাজন, চবি সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. শিপক নাথ, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন চেয়ারম্যান, এবি পার্টি’র ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল দিদারুল আলম পিএসসি (অবঃ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, জামায়াতে ইসলাম বাংলাদেশের পৌরসভা আমীর মাস্টার মাহমুদুল করিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনির, গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতি মোঃ শোয়েব।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক কে এম মনজুরুল হক জাহেদ ও সদস্য সচিব সুমন পল্লবের সার্বিক পরিচালনায় শুরুতে কোরান, গীতা ও ত্রিপিটক পাঠ করেন যথাক্রমে হাফেজ মোঃ আসিফ আলি, রিমন মুহুরী ও লিখন বড়ুয়া।

দিবসটি উপলক্ষে অতিথিরা কেক কাটার পাশাপাশি ঐক্য নামে একটি স্মারক গ্রন্থের উম্মোচন করেন অতিথিরা। এ ছাড়া সবচেয়ে আকর্ষণীয় ছিল শিক্ষা, স্বাস্থ্য, সমাজ, কৃষি, মানবসেবাসহ সতের ক্যাটাগরিতে গুণীজন সংবর্ধনা এবং হাটহাজারী উপজেলার দশজন সাংবাদিককে সাংবাদিকতায় সম্মাননা প্রদান করা হয়। অপরদিকে অনুষ্ঠান চলাকালীন নবতরুণ ব্লাড ব্যাংকের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুফ নির্ণয় করা হয়। বক্তারা হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদকে দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, এ সংগঠনের নেতৃবৃন্দগণ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যেভাবে নিজেদের জড়িয়ে রাখে তা সত্যিই প্রশংসনীয়। যে কোন প্রয়োজনে সংগঠনের পাশে থাকবেন বলেও জানান অতিথিরা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, সহকারী প্রকৌশলী সালমা খাতুন, এবি পার্টির জেলা সমন্বয়ক সাংবাদিক ন.ম জিয়াউল হক চৌধুরী, রাজনীতিবিদ আসলাম মোর্শেদ, ফতেপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মুছা, উত্তর মাদার্শা প্যানেল চেয়ারম্যান কাজী আবু তালেব, হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠান প্রধান মোঃ গিয়াস উদ্দিন, গাউছিয়া কমিটির আহবায়ক কমিটির সদস্য মোঃ হোসাইন খোকন, জাগৃতির সভাপতি এম ওসমান, সম্পাদক সোহেল রানা, কামালপাড়া যুব সংঘের সভাপতি ওসমান, হালদা নদীর ডিম সংগ্রহকারী সমিতির সভাপতি মোঃ শফি ছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ বক্তব্য রাখেন। সভা শেষে অতিথিরা সংগঠনের নেতৃবৃন্দদের উত্তরীয় পরিয়ে দেন।

উপজেলার কনক কমিউনিটি সেন্টারে গত রোববার ১৭ আগষ্ট হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *