স্বাধীন আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। গত ফেব্রুয়ারির ওভাল অফিস বৈঠকের তুলনায় এবারের বৈঠকের পরিবেশ অনেকটাই আলাদা ছিল।
ফেব্রুয়ারিতে ধন্যবাদ না দেওয়ায় জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অকৃতজ্ঞ বলেছিলেন। তবে সোমবারের বৈঠকে জেলেনস্কি সংক্ষিপ্ত বক্তব্যের প্রথম ১০ সেকেন্ডেই চারবার ‘ধন্যবাদ’ জানাতে দেখা যায়। তিনি বলেন, “আমন্ত্রণের জন্য আপনাকে ধন্যবাদ। হত্যাকাণ্ড থামাতে ও যুদ্ধ বন্ধে আপনার ব্যক্তিগত প্রচেষ্টার জন্য ধন্যবাদ। এ সুযোগ কাজে লাগানোর জন্য ধন্যবাদ। আপনার স্ত্রীর জন্যও অনেক ধন্যবাদ।”
এদিন বৈঠকে ইউক্রেনীয় পক্ষ বিশেষভাবে সতর্ক ছিল যেন আলোচনাগুলো ভেস্তে না যায়। জেলেনস্কি ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে দেওয়ার জন্য নিজের স্ত্রীর লেখা একটি চিঠি নিয়ে আসেন। এর পাশাপাশি তিনি গত সপ্তাহে পুতিনকে দেওয়া মেলানিয়ার চিঠির প্রশংসা করেন, যেখানে ইউক্রেন যুদ্ধের কারণে শিশুদের দুর্দশার বিষয় উল্লেখ ছিল।
বৈঠকের সময় রক্ষণশীল সাংবাদিক ব্রায়ান গ্লেন জেলেনস্কির পোশাকের প্রশংসা করেন। ফেব্রুয়ারিতে তিনি একই পোশাক নিয়ে সমালোচনা করেছিলেন। ট্রাম্পই হাসি মজার মধ্য দিয়ে বলেন, “এর আগে এই সাংবাদিকই আপনাকে পোশাক নিয়ে কটাক্ষ করেছিলেন।” জেলেনস্কি জবাবে বলেন, “আমি বিষয়টি মনে রাখি, এখনও একই ধরনের পোশাক পরেছি।” পুরো রুমে হাসির রোল পড়ে।
ফেব্রুয়ারির বৈঠকে গ্লেন জেলেনস্কির উদ্দেশ্যে বলেছিলেন, “আপনি কেন স্যুট পরেননি। অনেক আমেরিকান মনে করছেন আপনি এই অফিসের যথাযথ সম্মান করছেন না।” জেলেনস্কি তখন জানান, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তিনি সামরিক পোশাক পরিধান করবেন।