আবদুল আজিজ:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা বানিজ্যিক ব্যস্ত শহর কেরানীহাট কাঁচা বাজারের পূর্ব-উত্তরে হাসেম ড্রাইভার নামের ব্যক্তির এক বিশাল অবৈধ মিষ্টির কারখানায় অভিযান চালিয়ে নগদ ১ লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করেছেন উপজেলা প্রশাসন।
১৭ আগস্ট রাত আনুমানিক রাত ৮টা ৩০ মিনিটের দিকে কেঁওচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওতাধীন কেরানীহাট কাঁচাবাজারে
জেলা এনএসআই চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান কর্তৃক মিষ্টির ঘর/কারখানায় অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই, ঘি উৎপাদন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রয়ের দায়ে প্রতিষ্ঠান মালিককে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২৩৫৩ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত মালামালে অভিযানে আনুমানিক ৩০০-৩৫০ লিটার পুরাতেল ও ২০০-২৫০ লিটার মিষ্টির শিরা সাথে সাথে নষ্ট করা হয়। এছাড়াও বিভিন্ন প্রকার কাপড়ের রং, নষ্ট ঘি ও বিপুল পরিমাণ পচা মিষ্টি ধ্বংস করা হয়।
এ অভিযানের পূর্ব মুহূর্তে উপজেলার মিঠাদীঘীর পাড় সংলগ্ন আনুমানিক সাড়ে ৭টা থেকে ৮টার দিকে নুরুল আমিনের দোকানের পাশে জুয়ার আসর গুঁড়িয়ে দেওয়া হয়। স্থানীয়দের সূত্রে অভিযোগ, দীর্ঘদিন ধরে নুরুল আমিনের দোকানের পাশের কটেজে রমরমা মদ ও জুয়ার আসর চলছিল।
উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উক্ত অভিযানে চলাকালে সাতকানিয়া উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।