মোঃ ইসলাম উদ্দিন তালুকদার :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম খান গত ১৭ আগস্ট ২০২৫, রোববার আনুষ্ঠানিকভাবে ছাতক থানার নতুন ওসি হিসেবে যোগদান ও দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি ছাতক উপজেলা বাসীর প্রতি শান্তি-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা কামনা করেন এবং প্রশাসনিক বার্তায় বলেন—
“আমি ছাতক থানাকে জনগণের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে চাই। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক নির্মূল এবং সন্ত্রাস প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীই ছাড় পাবে না—সে যত প্রভাবশালী হোক না কেন। একইসঙ্গে নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সেটাও নিশ্চিত করা হবে।”
তিনি আরও যোগ করেন, জনগণের আস্থা ও সহযোগিতা ছাড়া একটি থানার কার্যক্রম সফলভাবে পরিচালনা করা সম্ভব নয়। তাই তিনি ছাতক উপজেলার প্রতিটি শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সকলে মিলে যদি একটি সমন্বিত প্রচেষ্টা গড়ে তোলা যায়, তাহলে ছাতককে শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার মডেল হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন থানায় সংঘটিত ক্ষয়ক্ষতির প্রসঙ্গ টেনে তিনি বলেন—
“আমরা সবাই জানি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের প্রায় প্রতিটি থানাই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনিক অবকাঠামো, পুলিশ সদস্যদের মানসিক আঘাত এবং জনসম্পর্কের ক্ষতি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে আমরা আবারও থানাকে জনগণের সেবার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করতে পারব। ছাতক থানা থেকেও সেই নবযাত্রা শুরু হবে।”
ছাতক উপজেলা বাসীর প্রতি অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন—
আমি চাই ছাতক থানা হবে এমন একটি জায়গা, যেখানে একজন সাধারণ মানুষ নির্ভয়ে এসে তার সমস্যা তুলে ধরতে পারবেন এবং ন্যায়বিচার পাবেন। জনগণকে হয়রানি নয়, বরং সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এজন্য আমি ছাতকের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা আশা করছি।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, নতুন ওসির নেতৃত্বে ছাতক থানায় সেবার মান বৃদ্ধি পাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে—এমন প্রত্যাশা করছে এলাকাবাসী। নতুন ওসির দায়িত্ব গ্রহণকে ঘিরে ছাতক উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে।