আমির হোসেন, ঝালকাঠি :
ঝালকাঠির নলছিটিতে নেশার টাকা না দেওয়ায় আব্দুস সোবাহান (৬৫) নামের এক ব্যবসায়ীকে তার মাদকাসক্ত বখাটে ছেলে জুয়েল (২৫) কুপিয়ে জখম করেছে। ১৯ আগস্ট মঙ্গলবার ভোররাত সোয়া ৪টার দিকে উপজেলার বৈশাখিয়া চৌমাথা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী আব্দুস সোবাহানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বৈশাখিয়া বাজারে একটি রেস্টুরেন্ট ব্যবসা করেন। দোকান সংলগ্ন এলাকায় তার বাড়ি।
অভিযুক্ত জুয়েল ঘটনার পরপরই পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই সে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করত। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় সে তার বাবাকে টাকার জন্য চাপ দেয়। কিন্তু আব্দুস সোবাহান টাকা দিতে রাজি হননি। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। ক্ষিপ্ত হয়ে জুয়েল ঘর থেকে বের হয়ে যায় এবং সারারাত বাইরে কাটায়।
মঙ্গলবার ভোরে ফজরের নামাজের জন্য ওঠেন ওই ব্যবসায়ী। অজু করতে বাইরে যাওয়ার জন্য ঘরের দরজা খোলার সময় জুয়েল ঘরে ঢুকে ফের টাকা চায়। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সে বাবাকে কুপিয়ে জখম করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বৈশাখিয়া চৌমাথা বাজার কমিটির সভাপতি মো. খোকন খন্দকার এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকাসক্ত জুয়েল ইতোপূর্বে কয়েকবার নেশার টাকা না দেওয়ায় তার বাবাকে মারধর করেছে। এ নিয়ে আব্দুস সোবাহান তার কাছে অভিযোগ করেছিলেন। তিনি জুয়েলকে শাসিয়েছিলেন, এমনকি পুলিশ দিয়ে ভয়-ভীতি দেখিয়েছিলেন। কিন্তু কোনো কাজ হয়নি।
নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।