সাবধানে সড়কে চলি

সড়কের মড়কে মরছে মানুষ নিত্য
চলতে গিয়ে সড়ক পথে ভয়ে কাঁপে চিত্ত,
সড়কের অপর নাম মৃত্যুফাঁদ বলা চলে
আমরা বাঁচব কি করে সচেতন না হলে?

নসিমন করিমন অটোরিক্সা নেই নিরাপত্তা
রাতদিন সকাল বিকাল করছে মানুষ হত্যা,
অদক্ষ চালক ত্রুটিপূর্ণ গাড়ি বেপরোয়া গতি
সড়কে বাড়ছে দুর্ঘটনা দুর্ভোগ দুর্গতি।

বাস ট্রাক মোটরসাইকেল সকল যানবাহন
নিয়ম মেনে চলাচল হতে হবে সচেতন,
ওভারলোড ওভারটেকিং বিপজ্জনক কাজ
দুর্ঘটনারোধে সবার সদিচ্ছা প্রয়োজন আজ।

চালক যাত্রী পথচারি সবার সচেতনতা
পরিবহন মালিক শ্রমিক ঐক্য একতা,
আইন মেনে সাবধানে সড়কে চলি
সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ে তুলি।

পরিচিতি: লায়ন মোঃ গনি মিয়া বাবুল
( শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
যুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা), কেন্দ্রীয় কমিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *