মোঃ আনজার শাহ:
দেশের ক্রমবর্ধমান ক্লিনিং সার্ভিস খাতকে আরও সুসংগঠিত ও মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে ‘সার্ভিস ওনার গ্রুপ’ নামের নতুন একটি সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল ১৮ আগস্ট রাজধানীর ধানমন্ডির হপিরবাড়ি রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে Sheba Dorkar, Total Cleaning Service B, Al-Modina Expert Service, ক্লিন হাট গ্রুপ, S.H. Enterprise, Expert XYZ Platform, Safe Cleaning Service এবং BD & Safuna সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে ক্লিনিং সার্ভিস খাতের গুরুত্ব দিন দিন বাড়ছে। কিন্তু এ খাত এখনও সংগঠিত নয়, ফলে গ্রাহকরা অনেক সময় মানসম্মত সেবা পান না। এই বাস্তবতা থেকে উদ্যোগী হয়ে সার্ভিস ওনার গ্রুপের জন্ম।
উপস্থিত উদ্যোক্তারা আরও জানান, সংগঠনটির মূল লক্ষ্য হবে—
-
প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি
-
গ্রাহকদের উন্নতমানের ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা
-
কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি
-
খাতটির টেকসই উন্নয়নের জন্য একসাথে কাজ করা
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, এই সংগঠনের মাধ্যমে শুধু উদ্যোক্তাদের নয়, বরং সারাদেশের গ্রাহকরাও উপকৃত হবেন।