আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: আসিফ নজরুল

স্বাধীন সংবাদ ডেস্ক:  

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। সরকারের পক্ষ থেকে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, “নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, কোনো রাজনৈতিক দলের নয়। সরকারের পক্ষ থেকে আমরা এ ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, আমরা ফেব্রুয়ারিতেই যাচ্ছি।”

রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে

এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, “রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বক্তব্য দেয়। এটিই একটি রাজনৈতিক প্রক্রিয়া। বাংলাদেশে দীর্ঘদিন ধরেই এমনটা হয়ে আসছে। নির্বাচন সামনে এলে নানা ধরনের বক্তব্য, দাবিদাওয়া ও সমালোচনা শোনা যায়। এটিকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখতে হবে।”

তিনি আরও বলেন, “কথাবার্তায় কোনো গুণগত পরিবর্তন হয়নি। তাই কে কী বলবেন, তা নিয়ে সরকারের ভাবনার কিছু নেই। সরকার তার দায়িত্ব ও ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে অটল থাকবে।”

প্রধান উপদেষ্টার ঘোষণার প্রতি অঙ্গীকার

আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণার প্রসঙ্গ টেনে বলেন, “আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) সর্বজনস্বীকৃত, বিশ্বপর্যায়ে নন্দিত একজন মানুষ। তিনি নিজে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই ঘোষণার বাইরে যাওয়ার বা পিছু হটার কোনো চিন্তাই সরকারের নেই।”

দুদক ও ইসি সংস্কার

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নির্বাচন কমিশনের (ইসি) কাঠামোগত সংস্কারের বিষয়ে যে সুপারিশ এসেছে, তার বাস্তবায়ন দ্রুতই শুরু হবে। এ বিষয়ে আইন প্রণয়নের কাজ দুই-এক মাসের মধ্যেই শেষ করা হবে।

তিনি বলেন, “আজ থেকেই এই বিষয়ে কাজ শুরু হচ্ছে। আমরা চাই প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী, কার্যকর এবং জনআস্থার জায়গায় প্রতিষ্ঠিত করতে।”

সারসংক্ষেপ

আইন উপদেষ্টার বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে, নির্বাচন নিয়ে সরকারের অবস্থান কঠোর ও অনড়। রাজনৈতিক মহলে ভিন্ন মত থাকলেও ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ নিয়ে সরকারের মধ্যে কোনো দ্বিধা বা সংশয় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *