চাঁপাইনবাবগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৮ জন গ্রেফতার

মোঃ মাহমুদুল হাসান:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে, ২ জনকে ১ মাস এবং ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার রহনপুর পৌর এলাকার স্টেশন কেডিসিপাড়া মহল্লায় এ অভিযান চালানো হয়। অভিযানে ৮৪০ পিস ইয়াবা, ১৪০ গ্রাম ও ৪৬৯ পুরিয়া হেরোইন, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ১৯ লিটার চোলাই মদ, ৩টি হেরোইন পরিমাপক মেশিনসহ মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ১৭৫ টাকা উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—ওই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী আছমা বেগম (৫৫), ছেলে তানু (৪৫), ইকরামুলের স্ত্রী চিরল (৫০), তাজুর স্ত্রী বিজলী (৫০) এবং মৃত ইসলামের স্ত্রী বুধি (৫০)।
সাজাপ্রাপ্তরা হলেন—একই এলাকার খোশ মোহাম্মদের ছেলে আরিফ (২৯), আব্দুর রাজ্জাকের ছেলে মরু (৪০) এবং বাঙ্গাবাড়ি ইউনিয়নের মৃত মুজিবুর রহমানের ছেলে কাদির (৪৫)।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেল। এতে অংশ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও কাস্টমসের সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরি ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর পৌর শহরের স্টেশন কেডিসিপাড়া মহল্লায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮ জনকে আটক করা হয়। এর মধ্যে ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে, ২ জনকে ১ মাস এবং ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *