ভোলার মনপুরায় নানামুখী কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ আব্দুল গফুর সিকদার: 

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দল নানামুখী কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালন করেন।

১৯ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক মোঃ মিজানুর রহমান পলাশ ও সদস্য সচিব মোঃ হোসেন হাওলাদারের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ২০শে আগস্ট ২০২৫ ইং মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নানামুখী কর্মসূচি পালন করার জন্য আদেশ করা হয়।

তারই ধারাবাহিকতায় মনপুরা উপজেলার সকাল ৮টা থেকে মনপুরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিভিন্ন ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর যোগে জড়ো হতে থাকেন।

মনপুরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র‍্যালি, ব্যানার, পেস্টুন, পতাকা হাতে নিয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে র‍্যালি সমাপ্ত করে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান পলাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুদ্দিন তুহিন, সদস্য সচিব মোহাম্মদ হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম মাতাব্বর, যুগ্ম আহ্বায়ক মোস্তাক শাহিন, যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ নয়ন, আহ্বায়ক সদস্য মোঃ আল আমিন (মুন্না), মোঃ ফারুক, মোঃ শফিকসহ উপজেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মনপুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিবসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী বৃন্দ।

মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ বলেন, “১৯৮০ সালের ১৯শে আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ‘স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোল একতা’। আমরা জনসাধারণের সুখে-দুঃখে স্বেচ্ছাসেবক হয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের হয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক, চরফ্যাশন-মনপুরার আগামী দিনের বিএনপির কর্ণধার ও নমিনেশন প্রত্যাশী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করে যাব।”

উক্ত কর্মসূচি উপলক্ষে মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হাজিরহাট বাজারের বিভিন্ন সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বেলা ২ ঘটিকার সময় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ মনপুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও উপজেলা নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *