ঘিওরে আগস্ট মাসেও দুই প্রকল্পের কাজ ড্রেজার দিয়ে চলছে

মোঃ জাহাঙ্গীর আলম:

মানিকগঞ্জের ঘিওর উপজেলার দুটি ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজ নিয়মবহির্ভূতভাবে ড্রেজার দিয়ে চলছে। বরাদ্দের টাকা থাকলেও সময়মতো কাজ শেষ হয়নি। ফলে রাস্তায় চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ।

বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি সওদাগরের দোকান থেকে দক্ষিণ শ্রীবাড়ি ব্রিজ পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ২০২৪-২৫ অর্থবছরে কাবিটা প্রকল্পের অধীনে বরাদ্দ দেওয়া হয় ৪ লাখ ৩৮ হাজার টাকা। নিয়ম অনুযায়ী কাজ জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও আগস্ট মাসে এসে এখনও কাজ সম্পন্ন হয়নি।

অপরদিকে পয়লা ইউনিয়নের বেগুন নারচী বাজার থেকে ৫৯ নং বেগুন নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয় ৪ লাখ টাকা। এখানেও জুন মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও আগস্ট মাসে ড্রেজার দিয়ে বালি-মাটি ফেলার কারণে রাস্তা কাদা ও কর্দমাক্ত হয়ে পড়েছে। এতে যানবাহন ও পথচারীদের চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, শুকনো মৌসুমে রাস্তার কাজ করা যেত। কিন্তু তালবাহানা করে বর্ষার কাদা-মাটির মধ্যে এখন দেখানো কাজ করছে। তারা বলেন, “আইন অনুযায়ী রাস্তায় চার ধরনের মাটির সংমিশ্রণ থাকতে হয়, কিন্তু এখানে শুধু ড্রেজারের বালি ফেলেই কাজের নামে বরাদ্দকৃত অর্থ লোপাটের পাঁয়তারা চলছে।”

বড়টিয়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ও প্রকল্প সভাপতি মিজানুর রহমান বলেন, “ড্রেজার লাগাইছি, সরকারি রাস্তার কাজ করছি, কাজ এখনো চলমান।”

পয়লা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য বলেন, “ড্রেজার লাগাইছি, এই তো দুই এক দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।”

এ বিষয়ে ঘিওর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ সিরাজুল ইসলাম দাবি করেন, “প্রকল্প কাজ শেষ হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *