মোঃ মাহমুদুল হাসান:
চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশুসহ ৬ ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর ভূতপুকুর থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, ওই ছয় ভারতীয় নাগরিককে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশ-ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও অন্যান্য সূত্র জানিয়েছে, ওই ছয় ভারতীয় নাগরিক হলেন— পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর থানার পাইকর গ্রামের মো. দানেশ, তার স্ত্রী সোনালী বেগম ও তাদের সন্তান মো. সাব্বির এবং একই এলাকার আজিজুল দেওয়ানের স্ত্রী সুইটি বেগম ও তাদের দুই ছেলে কুরবান দেওয়ান ও ইমাম দেওয়ান।
পুলিশের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান জানান, কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করে বিএসএফ। পরে তারা চাঁপাইনবাবগঞ্জে গোপনে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। নিশ্চিত হয়ে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনী ও সীমান্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই ছয় ভারতীয় নাগরিকসহ আরও বেশ কয়েকজনকে গত ২৬ জুন পুশ-ইন করা হয়।