সাতক্ষীরা পৌরসভার জরাজীর্ণ সড়কে জনভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি

আব্দুর রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা প্রথম শ্রেণির পৌরসভার অধীন ৭নং ওয়ার্ডের ভাঙাচোরা সড়ক ও জরাজীর্ণ কালভার্টে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী এসব সড়ক সংস্কারের জন্য বারবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগ রয়েছে, সামান্য বৃষ্টিতেই এসব সড়কে দুই থেকে আড়াই ফুট পানি জমে যায়। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়রা দাবি করেছেন, নিয়মিত পৌরকর পরিশোধ করলেও উন্নয়ন সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।

সরেজমিনে দেখা যায়—ইটাগাছা পুলিশ ফাঁড়ির সামনে থেকে হাসান হোসেনের মসজিদ পর্যন্ত, কুকরালী মোড় থেকে ফুলতলা পর্যন্ত, আহম্মেদ আলীর বাড়ি থেকে বাগবাটি কালী মন্দির পর্যন্ত, রাজ্জাকের মোড় থেকে পাঁচ আনি পর্যন্ত, ওয়াজেদের মোড় থেকে প্রাথমিক স্কুল পর্যন্ত, কাশেম পাগলের মোড় থেকে পাগলগাড়া পর্যন্ত এবং ঘড়িবিলা মোড় থেকে আলমের বাড়ি পর্যন্ত সড়কগুলোর বেহাল দশা।

খড়িবিলা গ্রামের বাসিন্দা ইউসুফ আলী বলেন, “আমরা প্রথম শ্রেণির পৌরসভায় বাস করলেও উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। ছেলেমেয়েরা স্কুলে যেতে প্রচণ্ড ভোগান্তির শিকার হচ্ছে। দ্রুত সংস্কার না হলে দুর্দশা আরও বাড়বে।”

স্থানীয় ভ্যানচালক মো. সুমন বলেন, “এখন এই রাস্তাগুলো দিয়ে ভ্যান চালানোই কষ্টকর। ভ্যান নষ্ট হয়ে যায়। দ্রুত সংস্কার হলে গ্রামবাসীর অনেক উপকার হবে।”

স্কুলগামী শিক্ষার্থী সাজ্জাত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “৩-৪ বছর ধরে এই সড়কের সমস্যায় ভুগছি। স্কুলে যেতে প্রচণ্ড অসুবিধা হয়। চেয়ারম্যান-মেম্বাররা শুধু ভোটের সময় আসেন। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিক।”

এলাকাবাসীর দাবি, দ্রুত উদ্যোগ নিয়ে জরাজীর্ণ সড়ক ও কালভার্ট সংস্কার না করলে তাদের দুর্ভোগ আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *