নারায়ণগঞ্জে পেশাদার গাড়িচালকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে আজ বুধবার (২০ আগস্ট “গ্রীন অ্যান্ড ক্লিন কর্মসূচি”র আওতায় পেশাদার গাড়িচালকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সকালে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ ও বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের যৌথ উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  নিলুফা ইয়াসমিন। সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি:) মো : মাহবুবুর রহমান ।

কর্মশালায় পেশাদার গাড়িচালকদের সচেতনতা বৃদ্ধি, সড়ক নিরাপত্তা, স্বাস্থ্যসচেতনতা ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা নিয়মিত আয়োজনের মাধ্যমে সড়ক দুর্ঘটনা হ্রাস, চালকদের মানসিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং যানবাহন চালনায় শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *