স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্প অর্পণ এবং বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কলাবাগান থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা শরিফ টিপু ও বিপ্লবী সদস্য সচিব সজিব খান-এর নেতৃত্বে অনুষ্ঠানে ১৬ নং ওয়ার্ডের আহ্বায়ক রফিকুল ইসলাম সাওন এবং সদস্য সচিব সাজ্জাদ হোসেন রনি, ১৭ নং ওয়ার্ডের আহ্বায়ক মোং বাবলুসহ কলাবাগান থানা ওয়ার্ড এবং ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের নেতারা দলের লক্ষ্য, কার্যক্রম এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করেন এবং সংগঠনের ঐতিহ্য ও দলীয় বন্ধুত্ব জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।