আব্দুর রহিম:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ আগস্ট বুধবার বিকাল চারটায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মাওনা চৌরাস্তার অবদার মোড় হতে শুরু হয়ে সিএনবি হয়ে শেষ হয় ফ্লাইওভার ব্রিজের নিচে।
শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের ধানের শীষের কর্ণধার জনাব অধ্যাপক ড. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও ১ নং যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি; জনাব মো. মোতালেব হোসেন, আহ্বায়ক শ্রীপুর উপজেলা বিএনপি; জনাব মো. খাইরুল কবির আজাদ মণ্ডল, সদস্য সচিব শ্রীপুর উপজেলা বিএনপি; জনাব মো. মোসলেম উদ্দিন মৃধা, ১ নং যুগ্ম আহ্বায়ক শ্রীপুর উপজেলা বিএনপি; জনাব মো. এনামুল হক মনি, আহ্বায়ক সদস্য শ্রীপুর উপজেলা বিএনপি; জনাব মো. শাহাবুদ্দিন বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক কাওরাইদ ইউনিয়ন বিএনপি ও আহ্বায়ক সদস্য শ্রীপুর উপজেলা বিএনপি; জনাব মো. মনজুরুল আলম, যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল শ্রীপুর উপজেলা।
বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠালগ্ন থেকে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অবদানের কথা তুলে ধরে বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অধিকার প্রতিষ্ঠায় এ দলের নেতাকর্মীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।