কামরুল ইসলাম:
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এলাকাবাসীকে ১০টি নির্দেশনা প্রদান করেছেন।
ওসি জাহেদুল ইসলাম বলেন, রাত্রিবেলা অযথা বাইরে ঘোরাফেরা করবেন না। সন্দেহভাজন লোকজন দেখার সাথে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানান। অপ্রয়োজনীয় চা দোকান বা রেস্টুরেন্ট খোলা রাখবেন না। লোহাগাড়া এলাকায় সকল ফুটবল টুর্নামেন্ট রাত ১২টার পর বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, রাত্রিকালীন সন্দেহজনক ঘোরাফেরার ক্ষেত্রে ব্যক্তিকে থানায় আনা হবে এবং যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। চুরি, ডাকাতি ও ছিনতাই কমাতে নিজ নিজ এলাকায় নিয়মিত পাহারা দিন। মোটরসাইকেল ডাবল লক করে রাখুন এবং ব্যক্তিগত সিসি ক্যামেরা মনিটরিং চালু রাখুন।
ওসি জাহেদুল ইসলাম আশ্বাস দেন, “পুলিশ এবং সম্মানিত এলাকাবাসী একসাথে কাজ করলে কোনো অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা নেই।”