খসরু মৃধা:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের উপস্থিতিতে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি থানার প্রধান সড়ক মাজুখান প্রদক্ষিণ করে মিরের বাজারে এসে শেষ হয়।
পরে মিরের বাজার চৌরাস্তায় পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান কাজলের সভাপতিত্বে ও হারুন অর রশিদের সঞ্চলনায় র্যালিতে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ জীবন, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক খালেদ মোশাররফ প্রমুখ।