ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রামের উদ্যোগে মুহাম্মদ মোশাররফ হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

ফেনী প্রতিনিধি: 

ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রামের উদ্যোগে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ মোশাররফ হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি গতকাল, ২০ আগস্ট বুধবার সন্ধ্যা ৭টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আয়োজক পক্ষের সভাপতিত্ব করেন জাফর আলম লিঠন, এবং সঞ্চালনা করেন নুরুল আবছার তৌহিদ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ রবিউল হক শিমুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ভূঁইয়া, শাহাদাত হোসেন বাবুল, আবু আহমেদ মিয়া, শেখ সাজ্জাদুল হক, আবুল কালাম কোম্পানি, ইঞ্জিনিয়ার শিমুল, এনামুল হক পাটোয়ারী মানিক, জানে আলমসহ জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রামের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণের জন্য বিশেষ মুনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *