স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী’র অপারেশন সফল

তরিকুল ইসলাম:

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU)-এর বিশেষজ্ঞ ইউরোলজিস্ট ও বিএনপি’র হেলথ সেক্রেটারি সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম-এর তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি জননেতা এস.এম. জিলানী এর অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ২৮ অক্টোবর বিএনপি’র মহাসমাবেশে সরকারী পুলিশের অতর্কিত হামলায় বহু নেতাকর্মী আহত হয়েছিলেন। ওই সময় এস এম জিলানী সাহসিক নেতৃত্ব দেখান এবং প্রতিরোধ গড়ে তোলেন। তিনি নিজে গুলিবিদ্ধ (পিলেট) হয়েছিলেন এবং দীর্ঘদিন সেই আহত অবস্থায় আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন।

আজ, বিএনপি’র হেলথ সেক্রেটারি ও চিকিৎসক সমাজের গর্ব ডা. রফিকুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় অপারেশন করে গুলি (পিলেট) বের করা সম্ভব হয়েছে।

দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন এস এম জিলানী পরিবার ও শুভাকাঙ্ক্ষী গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *