ছাতকের ফকিরটিলা বেদেপল্লি পরিদর্শন করলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন

মোঃ ইসলাম উদ্দিন তালুকদার :

সুনামগঞ্জের ছাতক উপজেলার ফকিরটিলা বেদেপল্লি পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন।

গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় তিনি বেদেপল্লি পরিদর্শনকালে ভাসমান ও সাধারণ জীবনযাপনকারী বেদে সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলেন এবং তাদের টিকাভাইরাস কলেরা ভ্যাকসিন (TCV) টিকা গ্রহণে উদ্বুদ্ধ করেন।

পরিদর্শনকালে তিনি স্থানীয়দের উদ্দেশ্যে টিকা গ্রহণের গুরুত্ব তুলে ধরে দীর্ঘ সময় সচেতনতামূলক বক্তব্য দেন। শুরুতে টিকা নিতে অনীহা প্রকাশকারীরাও তার আন্তরিক প্রচেষ্টা ও সচেতনতার আহ্বানে টিকা নিতে আগ্রহী হয়ে ওঠেন।

ডা. নুসরাত আরেফিন এ সময় বলেন,
“সমাজের প্রতিটি মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। স্বাস্থ্যবান মানুষই একটি সুস্থ ও কর্মক্ষম সমাজ গড়ে তুলতে পারে। সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা ও টিকাদানের মতো সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। তাই আমাদের উচিত এসব সুযোগ গ্রহণ করে নিজের, পরিবারের এবং সমাজের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।”

স্থানীয়দের সঙ্গে ঘনিষ্ঠ আলাপচারিতায় তিনি আশ্বাস দেন, উপজেলা স্বাস্থ্য বিভাগ সবসময় তাদের পাশে থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *