কেন্দুয়া নুরজামান হত্যা মামলার এক আসামি গ্রেফতার

মোশারফ হোসেন জসিম পাঠান :

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নোওপাড়া ইউনিয়নের পাচহাড় বড়বাড়ি গ্রামের মৃত মগল চান মিয়ার ছেলে নুরজামান (৩৮) গত ১৯/৮/২৫ ইং তারিখে প্রায় ৯ টারদিকে তাহার সিএনজি চালিত ও অটোরিকশা নিয়ে জীবিকা নির্বাহ করার উদ্দেশ্যে বের হয়, সে আর বাড়ি ফিরেনি। বাড়ির লোকজন রাএ থেকেই নুর জামান কে খুঁজতে শুরু করে। গত ২০/৮/২৫ ইং তারিখে প্রায় ৩ টারদিকে সংবাদ শুনে উল্লেখিত উপজেলার চিরং ইউনিয়নের দুল্লী ব্রিজ এলাকায় একটি সিএনজি চালিত অটোরিস্কা দেখা যায়। ব্রিজের পাশে মরা বিল হওরে হুমায়ুন চেয়ারম্যান এর পুকুরে একটি মানুষের মৃত দেহ দেখতে পায়। থানা পুলিশ মৃত দেহ উদ্ধার করে। এই খবর শুনে আত্মীয়-স্বজন ঘটনাস্থানে মৃত দেহ শনাক্ত করে এবং পুলিশ মৃতদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করে। ময়না তদন্তের জন্য লাশ নেএকোনা আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন। এই ঘটনায় গত ২০/৮/২৫ ইং তারিখে মৃত সিএনজি চালকের স্ত্রী মোছাঃ শিরিন আক্তার (৩২) বাদী হয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়াল করেন অজ্ঞাত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। থানার মামলা নং ১৫, মামলার তদন্তের জন্য এস আই মোঃ আঃ জলিল এর দায়িত্ব পায়। মৃত ব্যক্তির আত্মীয় সজন ও পুলিশ এর ধারনা মতে কার্যক্রম শুরু করে ঐদিন রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সামনে সূত্রে উল্লেখিত মামলার সন্দেহ আসামি একই উপজেলার রাঘবপুর গ্রামের মোঃ আঃ রাজ্জাক এর ছেলে মোঃ অলি মিয়া কে আটক করে থানা পুলিশ। আসামিকে পুলিশ প্রহরায় ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। পরে পুনরায় আসামিকে আবার থানায় আনা হয় এবং তার তথ্য মতে খুনের কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা যায় জমি সংক্রান্ত বিরোধী জেরে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটে। আসামিকে আদালতে হত্যার বিষয়ে জবান বন্দি প্রদান করে। এই নিয়ে মৃতকের বাড়িতে কান্নার ডল বসছে। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূল শাস্তির দাবী জানায় সিএনজি নেতৃবৃন্দ ও গ্রাম ও এলাকাবাসী চলবে…ভুক্তভোগী পরিবারের ছবি সংযুক্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *