পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ গভর্নিংবডি গঠন

চাঁদপুরের কচুয়ায় পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ গভর্নিংবডির কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি বিশিষ্ট্য শিক্ষানুরাগী মোঃ মামুনুর রশীদ মোল্লা এবং বিদ্যোৎসাহী সদস্য মোঃ ইউসুফ মিয়াজী নির্বাচিত হয়েছেন ।
২১ আগস্ট বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানাগেছে। আগামী ২ (দুই) বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

কচুয়া উপজেলার বিতারা গ্রামের কৃতি সন্তান ও ফিনি· ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মামুনুর রশীদ মোল্লা।
এছাড়া তিনি সিভিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দ¶তার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার ব্যাংকিং ক্যারিয়ারের সূচনা হয় প্রাইম ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে। পরবর্তীতে তিনি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকে শাখা ব্যবস্থাপক, বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের গভর্নিংবডিতে সভাপতি হিসেবে মামুনুর রশীদ মোল্লা এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মোঃ ইউসুফ মিয়াজী নির্বাচিত হওয়ায় কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও অভিজ্ঞমহলে ব্যাপক সাড়া পড়েছে। তারা বলছে যোগ্য ব্যক্তিদের মাধ্যমে পালাখাল ডিগ্রি কলেজ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে কলেজে শিক্ষার মনোরম পরিবেশ ফিরে আসবে। নবনির্বাচিত কমিটিকে তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আমরা চাই কচুয়া তথা সারা বাংলাদেশে এধরনের শিক্ষানুরাগী, সাংবাদিক, সুশীল সমাজ অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের কমিটিতে যেন অর্ন্তভুক্ত করা হয়।

পালাখাল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক বলেন, ভাল সৎ যোগ্য ও উচ্চ শিক্ষিত লোক কমিটিতে আসলে শিক্ষক ও কমিটি মিলে শিক্ষার্থীদের পাঠদানে সুযোগ সৃষ্টি হবে।
এক প্রতিক্রিয়ায় মোঃ ইউসুফ মিয়াজী বলেন, “শি¶ার উন্নয়নে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য বড় প্রাপ্তি। পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করবো।”

নবনির্বাচিত সভাপতি মামুনুর রশিদ মোল্লা বলেন, আলহামদু লিল্লাহ,মহান আল্লাহর অশেষ রহমতে পালাখাল রোস্তমআলী ডিগ্রী কলেজ পরিচালনার দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। আমার অর্জিত অভিজ্ঞতা, কলেজের শিক্ষক,শিক্ষার্থী অভিভাবকদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে কচুয়া উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হিসেবে গড়ে তুলতে কাজ করব। এ কলেজের শিক্ষার্থীরা এখান থেকে পাশ করার পর ঢাকা বিশ্বিবদ্যালয়, বুয়েট,চুয়েট,মেডিকেলসহ দেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও চাকুরীর সুযোগ পায় সেজন্য চেষ্টা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *