কুমিল্লা চান্দিনা মাইজখার মসজিদের ইমামের বাসা থেকে দুই লাখ টাকা ও স্বর্ন গয়না চুরি। আসামি গ্রেফতার।

ইউসুফ সরকার :

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাইজখার গ্রামে এক মসজিদের ইমামের বাসায় দূরদর্শ চুরি। এই ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরনে জানাযায় গত রবিবার কুমিল্লা জেলার মাইজখার গ্রামের মাওলানা রফিকুল ইসলাম এর বাসা থেকে দুই লাখ টাকা ও স্বর্ন গয়না চুরি হয়। মাওলানা রফিকুল ইসলাম এর স্ত্রী আয়েশা বেগম ব্যাংক থেকে নগত দুই লাখ টাকা উক্তোলন করে। এই খবব এলাকার আব্দুল ছালাম (৪০) জানতে পেরে টাকা উক্তোলন করা আয়েশা বেগম বাড়িতে আসার পর ছালাম আয়েশা ঘরে আসে আয়েশা সাথে কথা বলে ব্যাংক থেকে দুই লাখ টাকা উক্তোলন করা এই টাকা দিয়ে তিনি কি করবেন, আয়েশা তার প্রশ্ন উত্তরে বলেন, আমি এই টাকা দিয়ে গরু কিনে লালন পালন করব, এমন কথা বার্তা
হয় আয়েশা সাথে ছালাম এর। এর পর ছালাম আয়েশা বাড়ি থেকে চলে যান। পরিকল্পনা করতে থাকেন ছালাম কিভাবে আয়েশা দুই লাখ টাকা চুরি করা যায়, যেই চিন্তা সেই কাজ, রাত যখন ২ টা ৩০ বাজে প্রকৃতির ডাকে মাওলানা রফিকুল ইসলাম এর স্ত্রী আয়েশা বেগম টয়লেট এর উদ্দেশ্য ঘরের বাহিরে যান, এই সুযোগে চুর ছালাম মিয়া আয়েশার বসত ঘরে প্রবেশ করেন, ঘরের চাউলের ড্রাম তালা ভেঙে নগত ২ লাখ টাকা, একটি এক জেড়া স্বর্নের কানের দুল, যার মুল্য ৮০ হাজার টাকা, দুইটি শিশু বাচ্চা স্বর্নের আংটি ৫ আয়না দুই রতি, আনুমান মুল্যা ২৫ হাজার টাকা, দুই ভুরি নুপুর, একটি স্বর্নের চেইন,চুরি করে পালিয়ে যাওয়ার সময় চোর ছালাম কে ধরে ফেলে আয়েশা বেগম। আয়েশা বেগম কে ধাক্কা দিয়ে ফেলে দেয় চোর, টাকা পয়সা ও স্বরনঅংকার নিয়ে দৌড়ে পালিয়ে যায়। আশেয়া বেগম চিৎকার করতে থাকেন ছালাম চুরি করে আমার টাকা পয়সা স্বর্ন গয়না নিয়ে যাচ্ছে, তার চিৎকার আওয়াজ শুনে আশেপাশে লোকজন দৌড়ে আসে। আয়েশা চুরির ঘটনা এলাকার ও বাড়ির লোকজন কে জানান, ছালাম আমার ঘরে চুরি করেছে। এলাকা বাসী বলেন, ছালাম চুরি করে থাকলে তার বিচার করা হবে। এলাকাসী ছালাম এর বিচার করার জন্য একটি সালিশ বৈঠক আয়োজন করেন মাওলানা রফিকুল ইসলাম
। ছালাম বিচার মানে না। আইনকে সারাজ্ঞান মনে করে। তার কোন পরিচয় নাই, সে তার মনে যা চায় তা করে। সে এলাকায় একজন ছালাম চোর নামে পরিচিত। এলাকায় আরো কয়েক বার মোবাইল চুরি করে ধরা খেয়ে গণপিটুনি খেয়েছেন। সালিশ বিচার না মানায়, চুরি হয়ে যাওয়া টাকা পয়সা স্বর্ন গয়না না পাওয়ায় রফিকুল ইসলাম এর স্ত্রী আয়েশা গতকাল ছালামকে ১ নম্বর আসামি করে অঙ্গাতনামা আরো ৩/৪ জনকে আসামি করে চান্দিনা থানায় একটি চুরির মামলা দায়ের করেন। গতকাল চান্দিনা থানার এস আই শামীম ছালামকে গ্রেফতার করে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজে প্রেরণ করেছে ন। ছালাম বিরুদ্ধে আদালাতে রিমান্ডের আবেদন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদুল ইসলাম বলেছেন, চুরির ঘটনা মামলা দায়ের করা হয়েছে। আমরা আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *