মোঃআনজার শাহ :
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের ঐতিহ্যবাহী সীমানা পুনঃবহালের দাবিতে আজ নির্বাচন কমিশনের শুনানিতে অংশ নেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম-মনোহরগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা মো. আবুল কালাম।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের দশজন বিজ্ঞ আইনজীবী। শুনানিতে তারা যৌক্তিকভাবে তুলে ধরেন যে, ঐতিহাসিক ও ভৌগোলিক বাস্তবতার আলোকে কুমিল্লা-৯ আসনের সীমানা পুনঃবহাল করা স্থানীয় মানুষের ন্যায্য দাবি।
এ বিষয়ে স্কটল্যান্ড প্রবাসী সাবেক ছাত্রদল নেতা ইরফানুল হক পাটোয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে জানান, “লাকসাম-মনোহরগঞ্জবাসীর প্রাণের দাবি সংসদীয় আসন পুনঃবহালের লড়াইয়ে আজ নির্বাচন কমিশনের শুনানিতে সক্রিয় ভূমিকা নিয়েছেন জননেতা মো. আবুল কালাম সাহেব।”
স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষও এই দাবিকে সমর্থন জানিয়ে আশা প্রকাশ করেছেন, কমিশন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে এবং লাকসাম-মনোহরগঞ্জের মর্যাদা রক্ষা করবে।