টাঙ্গাইল জাসাসের সাবেক সম্পাদক মিলনের দাফন সম্পন্ন

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি:

জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) টাঙ্গাইল জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের কাশফুল প্রজেক্টের ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) শাহারুল ইসলাম মিলনের দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল (২৪ আগস্ট) রবিবার বাদ যোহর পাড়দিঘুলিয়া জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে বেবিস্ট্যান্ড কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে ভোর ৬টার দিকে নিজ বাসভবনে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

মিলন মৃত্যুকালে বাবা-মা, ভাই-বোন, স্ত্রী, এক ছেলে সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকাবাসী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *