মোহাম্মদ হোসেন সুমন, কক্সবাজার:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে কক্সবাজারের রামুতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকাল ১০টায় রামু বাইপাসের খালেকুজ্জামান চত্বরে এ কর্মসূচির আয়োজন করে “চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন কমিটি, কক্সবাজার” এবং “রামু সম্মিলিত নাগরিক পরিষদ”।
এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়ক। কক্সবাজার একটি পর্যটননির্ভর শহর হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু সড়কটি সরু হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং যানজট লেগেই থাকে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। তাদের মতে, নিরাপদ, আরামদায়ক ও দ্রুত যোগাযোগের স্বার্থে মহাসড়কটি ৬ লেনে উন্নীত করা সময়ের দাবি।
সমাবেশে সভাপতিত্ব করেন ৬ লেন বাস্তবায়ন কমিটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন। সঞ্চালনা করেন রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।
সমাবেশে বক্তব্য রাখেন:
-
মাস্টার মোহাম্মদ আলম, আহ্বায়ক, রামু সম্মিলিত নাগরিক পরিষদ
-
করিম উল্লাহ কলিম, সাধারণ সম্পাদক, বাপা (কক্সবাজার)
-
মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ
-
কিশোর বড়ুয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক
-
এইচএম এরশাদ, সাংবাদিক ও পৃষ্ঠপোষক, ৬ লেন বাস্তবায়ন কমিটি
-
নাজিম উদ্দিন, সদস্য সচিব, ৬ লেন বাস্তবায়ন কমিটি
-
কামরুল হাসান, সদস্য, বাস্তবায়ন কমিটি
-
ডা. কেপি দাশ, সাধারণ সম্পাদক, রামু সম্প্রীতি পরিষদ
-
প্রকৌশলী মঞ্জুর হাসান ভূঁইয়া
-
সুবীর ব্রাহ্মণ চৌধুরী বাদল, পুরোহিত, রামু কেন্দ্রীয় কালী মন্দির
-
মুজিবুল হক, সাধারণ সম্পাদক, রামু পাবলিক লাইব্রেরী
-
হোসনে আরা বেগম, সহ-সভাপতি, সুজন (রামু)
-
খালেদ শহীদ, সাবেক সভাপতি, রামু প্রেস ক্লাব
-
হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, প্রচার সম্পাদক
-
নুরুল কবির, এনজিও কর্মকর্তা ও সাবেক ছাত্রদল নেতা
-
মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, বিএনপি নেতা
-
প্রকৌশলী তরুণ বড়ুয়া, সহ-সভাপতি, বাপা (রামু শাখা)
-
মো. ইলিয়াছ মিয়া, প্রধান নির্বাহী, সিইএইচআরডিএফ
-
দীপক বড়ুয়া, সাধারণ সম্পাদক, সিপিবি (রামু)
-
হেলাল উদ্দিন ভূট্টো, সাধারণ সম্পাদক, পিকআপ চালক সমবায় সমিতি
এছাড়াও উপস্থিত ছিলেন: রামু প্রেস ক্লাব, সুশাসনের জন্য নাগরিক (সুজন), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), রামু পাবলিক লাইব্রেরী, এসএসসি ৯৮ ব্যাচ, জাগ্রত-৯৬, রামু সম্প্রীতি পরিষদ, রামু ফুটবল ট্রেনিং সেন্টার, লম্বরীপাড়া আলোর দিশারী যুব পরিষদসহ উপজেলার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।