দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় নারী সাংবাদিকের উপর হামলা: র‍্যাবের অভিযানে হামলাকারী গ্রেফতার

ব্যুরো চীফ (কুমিল্লা):

কুমিল্লা দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় দৈনিক যুগান্তরের নারী সাংবাদিক আঁখিনুর আক্তারের উপর হামলা করেছে মাদক ব্যবসায়িরা। রবিবার (২৪ আগস্ট ২০২৫ইং) রাতেই কুমিল্লা র‍্যাব-১১, সিপিসি-২ কর্তৃক অভিযান চালিয়ে হামলাকারীকে গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে আঁখিনুর আক্তার। তিনি দৈনিক যুগান্তরে ঢাকা সিটি প্রতিনিধি হিসেবে কাজ করেন। একমাত্র বড় বোন লাকি আক্তার শশুর বাড়িতে থাকেন। তাদের মা রফেজা বেগম গ্রামের বাড়িতে থাকেন। পাশ্ববর্তী বাড়ির সন্তোষ চন্দ্র দাসের ছোট ছেলে সুমন চন্দ্র দাস ও তার স্ত্রী ভাগ্য রানী দাস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

সাংবাদিকের মা একা বাড়িতে থাকার সুযোগে তারা তাদের বসত ঘরে মাদক রেখে ব্যবসা চালাতে চেয়েছিল। রফেজা বেগম রাজি না হওয়ায় তাকে গালমন্দ করা হয় এবং মারধর করতে আসে মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র দাস। বিষয়টি জানতে পেয়ে সাংবাদিক আঁখিনুর আক্তার শনিবার (২৩ আগস্ট ২০২৫ইং) বিকেলে বাড়িতে এসে সুমনের বিরুদ্ধে প্রতিবাদ করেন। পরবর্তীতে সাংবাদিক আঁখিনুর আক্তার কর্মস্থলে ফেরার সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী সুমন ও তার অন্যান্য সহযোগী মাদক ব্যবসায়ীরা তার উপর হামলা চালায় এবং মারধর করে।

ঐ ঘটনায় সাংবাদিক আঁখিনুর আক্তার বাদী হয়ে মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র দাস, তার স্ত্রী ভাগ্য রানী দাস, বড় ভাই উত্তম চন্দ্র দাস ও বড় ভাইয়ের স্ত্রী রিতা রানী দাসকে আসামী করে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। মামলা নাম্বার ২৫। মামলার পরই কুমিল্লা র‍্যাব-১১, সিপিসি-২ অভিযান চালিয়ে হামলাকারীকে গ্রেফতার করে।

এ ব্যাপারে র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় নারী সাংবাদিকের উপর হামলার ঘটনায় রাতেই দেবিদ্বার উপজেলার রাজামেহার থেকে সুমন চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীকে দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *