মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা জাতির সামনে উত্থাপন করেছেন। এর মধ্যে একটি দফা নারীদের জন্য। নির্বাচিত হলে প্রতিটি ঘরে একটি করে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, যা মা বা বোনদের নামে থাকবে। কার্ডের মাধ্যমে মাসিক নগদ অর্থ বা সমপরিমাণ নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হবে, যাতে পরিবারগুলো সহজে সংসার চালাতে পারে।
রবিবার (২৪ আগস্ট) বিকেলে টাঙ্গাইল পৌরসভার আশিকপুর এলাকায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণ-সংযোগ মূলক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, এই কার্ডের মাধ্যমে মা-বোনেরা সম্মানিত হবেন, এবং নারীদের উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা নিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
টুকু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের স্বার্থে সবসময় কাজ করেছেন। বিএনপি ক্ষমতায় এলে খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে, যাতে বন্যা ও খরায় ফসলের ক্ষতি রোধ করা যায় এবং বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত হয়।
তিনি আরও বলেন, দেশব্যাপী বেকারত্ব দূর করার জন্য বিএনপি এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে। টাঙ্গাইলে মিষ্টির দাম বাড়ার মূল কারণ বর্তমান সরকারের চাঁদাবাজি। বিএনপি ক্ষমতায় এলে নিরাপদ টাঙ্গাইল গড়ে তোলা হবে এবং কিশোরদের শিক্ষাজীবন ও দেশের কাজে নিয়োজিত করা হবে, যাতে কোনো কিশোর গ্যাং গড়ে ওঠে না।
পথসভায় আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিক, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, মীর মনিরুজ্জামান জুয়েল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মমিনুল হক নিক্সন এবং ছাত্রদল নেতা তানভীর হাসান খান রুবেল।