হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বাধীন সংবাদ ডেস্ক: 

ঢাকা: হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে জনগণকে উৎসাহিত করতে বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পিস্তল ও শটগান উদ্ধার করলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধার করলে এক লাখ, সাব-মেশিনগান (এসএমজি) উদ্ধারে দেড় লাখ এবং লাইট মেশিনগান (এলএমজি) উদ্ধার হলে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রতিটি গুলির জন্যও ৫০০ টাকা প্রদান করা হবে। তবে তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে।”

এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে সকল ধরনের ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে বলেন, “যদি কোথাও কোনো অনিয়ম বা দুর্নীতি লক্ষ্য করেন, তা অবশ্যই জানাতে হবে। নিজস্ব স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব যাতে নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব ফেলে, সেজন্য সতর্ক থাকতে হবে। পরিচিত কেউ এমন কর্মকাণ্ডে জড়িত থাকলে তা রিপোর্ট করা অত্যন্ত জরুরি।”

নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজন মূলত জনগণ ও রাজনৈতিক দলগুলোর দায়িত্বের ওপর নির্ভর করে। রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনমুখী হবে, তখন এই ধরনের সমস্যাও কমে যাবে। সবার সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে আমরা নির্বাচনকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে পারব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *