কামরুল ইসলাম:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদানে অনিয়ম ও রোগীদের হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–২ এর এনফোর্সমেন্ট টিম। রবিবার দুপুরে পরিচালিত এ অভিযানে বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।
সরেজমিনে দেখা যায়, সেবাদানে ধীরগতি, ডাক্তারদের হাজিরা তালিকায় অসঙ্গতি, ওয়ার্ডে অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা অনিয়ম রয়েছে। এনফোর্সমেন্ট টিম হাসপাতালের আউটডোর, ইমারজেন্সি, এক্সরে রুম, জেনারেটর রুম এবং ওয়ার্ডগুলো ঘুরে রোগীদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শোনেন। এ সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সাথেও আলাপ করেন দুদক কর্মকর্তারা। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযান চলে।
অভিযান শেষে টিম লিডার ও দুদক চট্টগ্রাম–২ এর সহকারী পরিচালক ইমরান খান অপু সাংবাদিকদের বলেন, “রোগীরা পর্যাপ্ত সেবা পাচ্ছেন না, চিকিৎসকেরা নিয়মিত সময়মতো উপস্থিত হন না, জরুরি সেবায় নানা অসঙ্গতি রয়েছে। ডাক্তারদের গত এক সপ্তাহের ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড সংগ্রহ করেছি, সেখানেও অসঙ্গতি পাওয়া গেছে।”
তবে অতিরিক্ত ফি আদায় বা দালালের উপস্থিতির প্রমাণ মেলেনি বলে জানান তিনি। অভিযানে সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর এনফোর্সমেন্ট প্রতিবেদন পাঠানো হবে বলেও জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, “আমি যোগদানের পর থেকে সেবার মান বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করছি। তবুও যেসব অভিযোগ রয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”