মোঃ জাহাঙ্গীর আলম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন—
“আমি নির্বাচিত হলে যমুনা নদীর ভাঙন রোধে কাজ করবো। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ঘিওরসহ আশপাশের দরিদ্র মানুষের পাশে আমি সবসময় থাকবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ সবসময়ই যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।”
রবিবার (২৪ আগস্ট) বিকাল ৫টায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির পথসভায় সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে জাবরা ও শ্রীধর নগর নদীভাঙন এলাকা পরিদর্শন করেন তিনি।
এস এ জিন্নাহ কবির আরও বলেন—
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া দল বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আগামীতে প্রধানমন্ত্রী হবেন।”
তিনি পথসভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া প্রার্থনা করেন।
পথসভায় উপস্থিত ছিলেন:
ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মোঃ লোকমান হোসেন, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দীন, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজা মিয়া, পয়লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি ও আকতারুজ্জামান আক্তার, মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের সদস্য মোঃ মোসলেম উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আইয়ূব আলী রেজা প্রমুখ নেতৃবৃন্দ।