মোহাম্মদ হোসেন সুমন, কক্সবাজার:
কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটকদের গোপনে ভিডিও ধারণ এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোঃ ইউনুস মিয়া (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ।
গ্রেফতারকৃত ইউনুস কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পেটি স্কুল এলাকার বাসিন্দা। তার পিতা মৃত নুর ইসলাম এবং মাতা ফাতেমা খাতুন।
ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, ইউনুস সৈকতে বেড়াতে আসা মহিলা পর্যটকদের গোসলের দৃশ্য, আপনজনদের সঙ্গে একান্তে সময় কাটানোর মুহূর্ত ও চলাফেরার বিভিন্ন দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করতেন। পরে সেগুলো ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে দিয়ে নিজের ফলোয়ার বাড়ানো ও অর্থ উপার্জনের উদ্দেশ্যে ব্যবহার করতেন।
আজ (রবিবার) বিকাল ৪টায় কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের একটি বিশেষ দল সাব-ইন্সপেক্টর অভিজিতের নেতৃত্বে কৌশলগত অভিযানে ইউনুসকে গ্রেফতার করে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের এসপি আপেল মাহমুদ বলেন,
“এটা অত্যন্ত নিন্দনীয় এবং গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধ কক্সবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন অপরাধীদের একে একে আইনের আওতায় আনা হবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”
গ্রেফতার ইউনুসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।