টেকনাফকে সন্ত্রাসমুক্ত করতে কাজ শুরু করছেন ওসি জায়েদ নুর

কামরুল ইসলাম: 

টেকনাফ থানায় যোগদান করেন বর্তমান সময়ের আলোচিত সৎ, সাহসী ও চৌকস ক্যাডেট অফিসার ইনচার্জ (ওসি) মো. জায়েদ নুর।

তিনি এর আগে পটিয়া থানায় এক বছর সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে পটিয়া উপজেলার আওতাধীন সব ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূল করে পটিয়া থানাকে মডেল থানায় রূপান্তরিত করেন। তবে দুর্ভাগ্যজনকভাবে কিছু ষড়যন্ত্রকারীর অপপ্রচারের শিকার হয়ে তাকে টেকনাফ থানায় বদলি করা হয়।

তার এ নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে সাংবাদিক পরিবারের সদস্যদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন অত্র সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় প্রধান সাংবাদিক কামরুল ইসলাম।

কক্সবাজারের পুলিশ সুপার জানান, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এক জরুরি আদেশে বৃহস্পতিবার তিনি কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেন। শুক্রবার সন্ধ্যায় ডিআইজি কার্যালয় থেকে তার বদলির আদেশ কার্যকর হয়। আগামীকাল শনিবার মো. জায়েদ নুর টেকনাফ থানায় আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *